× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

২৬ অক্টোবর ২০২৪, ১০:২০ এএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: ব্যবসায় লস হবে। চিকিৎসা না করে ফেলে পুরনো রোগটা ভোগাবে আজ। ছোট্ট একটা দুর্ঘটনা থেকে একটা ভীতি মাথায় ঢুকে আছে বহুদিন সেটা নিয়ে আজ দেখুন তো কিছু করা যায় কিনা। বাস থেকে নামার সময় বাম পা না দিলে পড়ে যাবেন। শুভ সংখ্যাঃ ৯। শুভ রং: হলদে সবুজ।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: চুলের কাটটা মনমতো হবে না। এ নিয়ে ঝগড়া বাঁধতে পারে। আহহা আমি জানি যিনি চুল কাঁটেন আপনার তাঁর সাথে আপনার পুরনো সখ্যতা রয়েছে। তাকে তো কছু বলতে পারবেন না। সেই রাগ গিয়ে ঝাড়বেন অন্য কোথাও, সেটা তারা সহ্য করবে কেন? ব্যস লেগে যাবে ঝগড়া। শুভ সংখ্যাঃ ১২। শুভ রং: নীল।

মিথুন [২১ মে-২০ জুন]: ভ্রমণে বের হবার আগে অতি গুরুত্বপূর্ণ জিনিসটা আগে প্যাক করে নিন। কর্মস্থলে প্রশংসা পাবেন। প্রশংসায় পেট না ভরলেও মন ভরবে। আমাদের কিন্তু পেটের চেয়ে মনের ক্ষুধাটা বেশি এটা মাথায় রাখা ভাল। শুভ সংখ্যাঃ ৭। শুভ রং: নীল।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: দুনিয়ার তাবৎ মানুষ হাঁটছে পাহাড়ের দিকে আপনি হাঁটছেন সমুদ্রের দিকে। কি প্রমাণটা কি করতে চাইছেন? ঝড় আসছে, পাহাড়ের দিকে দৌড় দিন। শুভ সংখ্যাঃ ৭৫। শুভ রং: কমলা।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনি দক্ষতামূলক কাজ করেন দেখে ভাবেন আপনার কাজে সৃজনশীলতা নেই, সব কারিগরি সূক্ষ্মতার বিষয়। এ ভাবনাটা ক্রমশ আপনাকে হীনমন্যতায় ভোগাচ্ছে। আজ আপনার কাজ হতে পারে সৃজনশীলতার কম্পক্ষ্যে ১০১টি সংজ্ঞা পড়ে দেখা। মুখস্থ করতে হবেনা। শুভ সংখ্যাঃ ১০১। শুভ রং:  নীল।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: যে বিচ্ছিরি রকমের দায়সারা কাজ করেন , তাতে রাতে আপনার ঘুম হয় কি করে? লজ্জা হওয়া উচিৎ। শুভ সংখ্যাঃ ১০। শুভ রং: সাদা।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আসিতেছে! আসিতেছে! আসিতেছে! আসিতেছে অনাকাঙ্খিত কাজের চাপ! হাতের কাছে সুগন্ধি রাখুন সবসময়। একটু শুঁকে দেখবেন মাঝেমাঝে, রিফ্রেশিং লাগবে। আর ওই অনাকাঙ্খিত চাপের ব্যাপারে কোনো সাজেশন পাবেন না এখানে। আপনার কাজের ফল আপনি খাবেন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রং: কালো।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বেশকিছু নতুন ছোট ছোট কৌতুক জেনে রাখুন, আসরের মধ্যমণি হতে কাজে লাগতে পারে। বানিয়ে গল্প বলার সময় ছোটখাটো ডিটেইলের দিকে খেয়াল রাখবেন। শুভ সংখ্যাঃ ১২। শুভ রং: কালচে ধূসর।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]: যাকে পাচ্ছেন তার কানের কাছে ঘ্যানঘ্যান করে যাচ্ছেন “আমার কিছু ভাল লাগেনা!”, “আমার কিছু ভাল লাগে না”। কিসে মানুষ বিরক্ত হয় বোঝেন না কেন সহজে? আবার এ নিয়েও বাসায় গিয়ে ফেসবুকে পোস্ট দেন, “কেউ আপন নয়!” এহ! হাস্যকর!। শুভ সংখ্যাঃ ৯। শুভ রং: সাদা।  

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: একটা কাজ করে আনন্দ পান, আরেকটা কাজ করতে হয় পেটের দায়ে। কিন্তু আপনি কিন্তু সৌভাগ্যবান। দুটোই করতে পাচ্ছেন। একটু এদিক ওদিক করে হলেও সময় মিলছে। এই সৌভাগ্য বেশিরভাগ মানুষেরই হয় না। জানেন এই দোটানায় বহু মানুষ একসময় নিজেই  তার প্রিয় কাজ নিয়ে বিশ্বাস করতে শুরু করে এই কাজ তো আমার জন্য নয়। ওভাবেই নিজেকে ভুল বোঝাতে বোঝাতে একসময় সময় মিললেও তারা আর সেটা করতে পারেনা। আপনার না হয় একটু ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে। চাপ কি মশাই? বেশি করে হাসবেন। শুভ সংখ্যাঃ ০। শুভ রং:  সোনালি।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: ফাঁকি দিতে যাচ্ছেন ফাঁকফোঁকর খুঁজে না পেয়ে দরজা ভেঙে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? দরজাটা তালা বদ্ধ নয়। ভদ্রলোকের মত দরজা খুলে বের হয়ে যান। ভাঙার দরকার নেই। শুভ সংখ্যাঃ ৩। শুভ রং: খয়েরী।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: বিরক্তি রাগে প্রকাশ পাবার আগে, খোলাসা করে বলুন। সম্ভব না হলে পার্কে বসে বাদাম খেতে পারেন। সেখানে পঁচা বাদাম মুখে দেওয়ার পর আরও বিরক্তিতে মুখ কুঁচকে যাবে। আজ আপনার জন্য বিরক্তি দিবস। দেখুন তো এখানে লেখা নেই বিরক্তিকরণ দিবস না বিরক্তি সহ্যকরণ দিবস। যান যান ফুল গিয়ারে যাকে পান তাকে বিরক্ত করে আইসিউতে পাঠিয়ে দিন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রং: জলপাই রং।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.